রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


261) (NH4)2SO4 এর একটি অণুতে কতগুলি পরমাণু আছে ?
A) 12
B) 13
C) 14
D) 15

262) ভালকানাইজেশনের ফলে রবার –
A) নরম হয়
B) কম শক্তিশালী হয়
C) কম স্থিতিস্থাপক
D) উচ্চটান-শক্তিবিশিষ্ট হয়

263) নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে না ?
A) অক্সিজেন
B) বায়ু
C) হাইড্রোজেন
D) ক্লোরিন

264) কোন মৌলকে সুপার হ্যালোজেন বলা হয়--
A) ক্লোরিন
B) ফ্লোরিন
C) ব্রোমিন
D) সোডিয়াম

265) রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল
A) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
B) সোডিয়াম স্যালিসাইলেট
C) মিথাইল স্যালিসাইলেট
D) ইথাইল স্যালিসাইলেট

266) গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম হল--
A) সোডিয়াম থায়োসালফেট
B) ফেরাস সালফেট
C) পটাশিয়াম নাইট্রেট
D) ক্যালসিয়াম সালফেট

267) গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করতে কোন্ ধাতু প্রয়োজন?
A) ম্যাগনেশিয়াম
B) আয়রন
C) ক্যালশিয়াম
D) সোডিয়াম

268) একটি জটিল লবণ এর নাম হলো?
A) পটাসিয়াম ফেরোসায়ানাইড
B) ফটকিরি
C) ক্রোম অ্যালাম
D) সোডিয়াম কার্বনেট

269) নীচের মৌল গুলির মধ্যে কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন থাকে--
A) লিথিয়াম
B) সোডিয়াম
C) ক্যালসিয়াম
D) পটাশিয়াম

270) নিচের কোন মৌলটি জলের সঙ্গে বিক্রিয়া অক্সিজেন গ্যাস উৎপন্ন করে ?
A) ফসফরাস
B) সোডিয়াম
C) ফ্লুওরিন
D) আয়োডিন

271) কোন রাসায়নিক পদার্থের অপর নাম সল্টপিটার ?
A) সোডিয়াম নাইট্রেট
B) পটাশিয়াম নাইট্রেট
C) সোডিয়াম সালফেট
D) কোনোটিই নয়

272) গ্লোবাল সল্ট এর রাসায়নিক নাম কি--
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম সালফেট
C) সোডিয়াম কার্বনেট
D) সোডিয়াম নাইট্রেট

273) রান্নার গ্যাসের গন্ধ আসে কী থেকে?
A) সোডিয়াম মার্কেপটাইল
B) প্রোপেন
C) লিকুইড পেট্রোলিয়াম
D) কোনোটিই নয়

274) জিপসাম হলো --
A) সোডিয়াম সালফেট
B) পটাশিয়াম সালফেট
C) অ্যালুমিনিয়াম সিলিকেট
D) ক্যালসিয়াম সালফেট

275) ইথানল এর সঙ্গে সোডিয়াম এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
A) হাইড্রোজেন
B) ইথিলিন
C) ইথেন
D) অ্যাসিটিলিন

276) সোডিয়াম ধাতু কে নিয়ে কিসে ডুবিয়ে রাখা হয়--
A) কেরোসিন
B) জল
C) উভয়
D) কোনোটিই নয়

277) সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
A) সোডিয়াম
B) ক্যালশিয়াম
C) গোল্ড
D) বিসমাথ

278) সোডিয়াম কার্বোনেটকে সাধারণভাবে আমরা যে নামে চিনি
A) চুণ
B) সোডা
C) কাঁচ
D) কোয়ার্জ

279) ক্যালশিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে
A) লাল ধোঁয়া উৎপন্ন হয়
B) নীল শিখা দেখা যায়
C) দই-এর ন্যায় সাদা অধঃক্ষেপ পড়ে
D) কোনো পরিবর্তন হয় না

280) যে যৌগ তৈরি হওয়ার ফলে চুণজলঘোলা হয়ে যায়, সেটি হল:
A) ক্যালসিয়াম কার্বোনেট
B) বেরিয়াম কার্বোনেট
C) ম্যাগনেসিয়াম কার্বোনেট
D) পটাসিয়াম কার্বোনেট